কুমিল্লা সিটি কর্পোরেশনে দরপত্র ছিনতাই


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৪ জুন ২০১৫

কুমিল্লা সিটি কর্পোরেশনে টেন্ডারের সিডিউল জমাদানকালে ঠিকাদার ও প্রতিনিধিদের বাধা-মারধরের অভিযোগ পাওয়া গেছে।  এছাড়া ঢাকার লালমাটিয়া এলাকার সিএনএসসি লি. নামীয় ফার্মের দরপত্র প্রতিনিধি সোহেলের কাছ থেকে ছিনিয়ে নেয় সিন্ডিকেট ক্যাডাররা।  পরে র্যাবের হস্তক্ষেপেও তা উদ্ধার করা যায়নি।

জানা যায়, কুমিল­া ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ব্যবসায়ীদের বাৎসরিক ট্রেড লাইসেন্স ডিজিটাইজেশনসহ অনলাইন বেইজডকরণের লক্ষে প্রায় ৪০ লাখ টাকার ঠিকাদারি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে।  দরপত্র বুধবার বেলা পৌনে ১২টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দাখিলের শেষ দিন ছিল।

এ লক্ষ্যে বুধবার সকাল থেকে ঢাকা ও কুমিল্লার ঠিকাদাররা কুমিল্লা সিটি কর্পোরেশনে কাগজপত্র জমা দিতে আসেন। এসময় স্থানীয় একটি ঠিকাদারি সিন্ডিকেটের ক্যাডাররা তাদেরকে দরপত্র জমাদানে বাধা প্রদান এবং মারধর করে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকার লালমাটিয়া এলাকার সিএনএসসি লি. নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. সোহেল সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে দরপত্র নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে গেলে স্থানীয় ঠিকাদার সিন্ডিকেটের ক্যাডাররা তার কাগজপত্র ছিনিয়ে নেয়।  বিষয়টি অবহিত হয়ে র্যাব-১১ এর ডিএডি মিজান ও এসআই ভুলুর নেতৃত্বে একটি দল কুমিল্লা সিটি কর্পোরেশনে এসে নির্বাহী প্রকৌশলী শেখ নুরুল্লাহর সঙ্গে সাক্ষাত করেন।  এ সময় র্যাব দরপত্র ছিনিয়ে নেয়া ব্যক্তিদের খুঁজে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।  এ বিষয়ে মো. সোহেল সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।

এদিকে, ঢাকার ব্যাবিলন রিসোর্স লি. নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি কামরুজ্জামান ও ধানমন্ডিস্থ সোবহানবাগের এমএম সার্ভিস লি. এর প্রতিনিধি ফরহাদ সাংবাদিকদের জানান, তারাও সিন্ডিকেট ক্যাডারদের বাধার কারণে সময় মতো কাগজপত্র নির্ধারিত বাক্সে জমা দিতে ব্যর্থ হন।  এ বিষয়ে তারা মেয়র বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।  এছাড়া দরপত্র জমা দিতে আসা আরো কয়েকজন ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শনসহ মারধর করে সিটি কর্পোরেশন থেকে তাড়িয়ে দেয়া হয় বলেও তারা জানান।

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ নুরুল্লাহ জানান, ঠিকাদারদের প্রতিনিধি মো. সোহেল, কামরুজ্জামান ও ফরহাদ নামের তিনজন থেকে পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ঠিকাদারদের কাছ থেকে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে দরপত্র জমাদান স্থগিত করা হয়েছে।  পুনরায় দরপত্র আহবান করে প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশনে দরপত্র জমাদানের ব্যবস্থা রাখা হবে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।