উন্নয়ন কথামালায়, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

দেশের উন্নয়ন সম্পর্কে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে এসব কথা বলেন তিনি। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নানা ইস্যুতে নিয়মিত টুইট করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

khaleda-2

তিনি তার টুইটে লিখেছেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’

এমএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।