২০৩০ সালের মধ্যে পৃথিবী এইডস মুক্ত হবে: বান কি মুন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৬ জুলাই ২০১৫

২০৩০ সালের মধ্যে পৃথিবী এইডস মুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, গত ১৫ বছরে এইচআইভি সংক্রমণের সংখ্যা কমেছে ৩৫ শতাংশ। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে পৃথিবী এইডস মুক্ত হবে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক সম্মেলনে বান কি মুন এসব কথা বলেন।

সম্মেলনে বান কি মুন বলেন, বর্তমানে সারা পৃথিবীতে ১৫ কোটি মানুষ এইচআইভির চিকিৎসা নিচ্ছেন।  এইডস দূরীকরণে যৌনকর্মী, মাদক আসক্ত, এবং সমকামীদের বিরুদ্ধে সমাজের উপেক্ষা এবং তাদেরকে অপরাধী হিসেবে দেখার প্রবণতাকে দায়ী করেন তিনি।  মুন বলেন, এ ধরনের মানসিকতার পরিবর্তন আনা প্রয়োজন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।