দেশের মানুষ ব্যালটে উপযুক্ত শিক্ষা দেবে : মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের জনগণ একবার যদি সুযোগ পায়, ব্যালটের মাধ্যমে তাদের (আওয়ামী লীগকে) উপযুক্ত শিক্ষা দেবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যতই ষড়যন্ত্র করেন না কেন খালেদা জিয়া জামিন পাবেন এবং মুক্ত হয়ে আসবেন। জেল থেকে বের হলে খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও দ্বিগুণ হবে।
মওদুদ বলেন, এই সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেল অথচ কোনো একজনকে ধরা গেলো না। আমাদের নেতাকর্মীদের ধরে মামলা সন্দেহজনক হিসেবে দেয়া হচ্ছে। এদিকে হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে তাতে কারও বিচার হয়নি।
দুর্নীতির ওপর শ্বেতপত্র প্রকাশ করা হবে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আগামী দিনে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জেলা থেকে শুরু করে মন্ত্রী, এমপিসহ সব পর্যায়ের কোন মন্ত্রী কত টাকার দুর্নীতি করেছে তার বিবরণী প্রকাশ করা হবে।
এই সরকারের আমলে আমি দু’বার জেলে গেছি। অনেকে বলে মওদুদ সাহেব জেলে যেতে চান না। আমি এ পর্যন্ত ৮ বার জেলে গেছি। সুতরাং জেলে যাওয়ার ভয় আমার নেই।
এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, নির্বাহী সদস্য আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিজেপির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মতিন সাউদ, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ, ইসলামি ঐক্যজোট যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমিন, এনপিপি’র এম ওয়াহিদুর রহমান, মো. নজরুল ইসলাম, মুহম্মদ ফরিদউদ্দিন প্রমুখ।
এমএম/এমএমজেড/এমএস