কোটালীপাড়ায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ : ডাকাতসহ আটক ৪


প্রকাশিত: ১০:০৫ এএম, ৩১ জুলাই ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডাকাত ও পুলিশের বন্দুকযুদ্ধে ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কোটালীপাড়া উপজেলার বৈকণ্ঠপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের চাঁন মিয়া খার ছেলে গুলিবিদ্ধ সাদ্দাম খা (২৫), মুকসুদপুর উপজেলার ননীক্ষির গ্রামের আমির তালুকদারের ছেলে গুলিবিদ্ধ লিয়াকত তালুকদার(২৮)। এছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদি গ্রামের জলিল মোল্লার ছেলে সরোয়ার মোল্লা (৪২) এবং একই উপজেলার নুরু শেখের ছেলে শাহাজান শেখ(২৭)। আহত ডাকাতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এমসআই) সুমন আইচ জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে কোটালীপাড়া উপজেলার বৈকন্ঠপুর ব্রিজের কাছে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়নি। এসময় পুলিশও গুলি ছুড়লে ২ ডাকাত সদস্য পায়ে গুলিবিদ্ধসহ ৪ ডাকাতকে আটক  করা হয়। অন্যরা এসময় পালিয়ে যান। তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।