গোমতী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা গোমতী নদীর দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেবিদ্বার থানা পুলিশ শুক্রবার ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে গোমতী নদীর চরবাকর নামক এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠায়। কিন্তু পরিচয় সনাক্ত করতে না পারায় বিকেলে বেওয়ারিশ মরদেহ দাফনকারী সংস্থা কুমিল্লা আঞ্জুমান মুফিদুল ইসলাম নামের সংগঠনকে হস্তান্তর করা হয়।
বিকেলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর