‘নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু হয়নি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ রেজাউল করিম বলেছনে, নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু হয়নি। স্বাধীনতার ৪৭ বছর বয়সে এখনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সংগ্রাম করতে হবে, মানুষ এটা কখনো আশা করেনি।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি দুর্নীতি, সন্ত্রাস শুধু দমন নয় নির্মূলকরণ কর্মসূচি গ্রহণ, রাজনৈতিক ও সাংবিধানিক কমিশন গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন, কৃষি বিপ্লব ও কৃষকের অধিকার প্রতিষ্ঠায় ১৫ দফা, অর্থনীতি, জ্বালানি ও বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, নারীর অধিকার ও ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ মোট ৩৩ দফা উল্লেখ করেন।

সৈয়দ রেজাউল করিম বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তবে সিইসিকে আমরা অনুরোধ করব এবং সরকারকে বলব যে, এ দেশ আমাদের, এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি। স্বাধীনতার ৪৭ বছর বয়সে আমাদের সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এখনো সংগ্রাম করতে হবে, এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। দেশের মানুষ এটা কখনো আশা করেনি। এটা দেশের মানুষের জন্য একটা দুঃখজনক এবং নির্লজ্জ ব্যাপার।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকনসহ ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।