ভোট বর্জন করলেন টাঙ্গাইলের ৫ ধানের শীষ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

জেলার মোট আট সংসদীয় আসনের পাঁচ ধানের শীষ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন, টাঙ্গাইল-১ আসনের বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের কারাবন্দি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ আসনের লুতফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৪ আসনের লিয়াকত আলী এবং টাঙ্গাইল-৬ আসনের গৌতম চক্রবর্তী।

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ধানের শীষের এজেন্টকে আটক ও মারধরের অভিযোগে তারা নির্বাচন বর্জন করেন।

তারা অভিযোগ করেন, নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ধানের শীষের এজেন্টকে আটকের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার সঞ্জয় কুমার রায়ের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় তারা নির্বাচন বর্জন করেছেন।

টাঙ্গাইল-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন বিএনপির শহীদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবদুর রাজ্জাক।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন কারাবন্দি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তানভীর হাসান।

টাঙ্গাইল-৩ আসনে লুতফর রহমান খান আজাদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকা প্রতীকের আতাউর রহমান খান।

টাঙ্গাইল-৪ আসনে লিয়াকত আলীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হাসান ইমাম খান।

টাঙ্গাইল-৬ আসনে গৌতম চক্রবর্তীর বিপরীতে ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন নৌকা প্রতীকের আহসালুন ইসলাম টিটু।

টগর/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।