সম্মেলনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে জাপা : বাবলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, সম্মেলন হবে নব জাগরণের। সম্মেলনের মধ্য দিয়ে দেশের আনাচে কানাচে জাতীয় পার্টি নব রূপে ঘুরে দাঁড়াবে। তাই ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সমাবেশে তিনি এ কথা বলেন।

নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, হাজি সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, নরসিংদী জেলা জাপা নেতা জাহাঙ্গাগীর পাঠান, এম এ সাত্তার, জাকির মৃধা, ওমর ফারুক প্রমুখ।

জাতীয় সম্মেলন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বাবলা বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে একটা শূন্যতা বিরাজ করছে। সেই শূন্যতা পূরণ করবে জাতীয় পার্টি। সফল জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সংসদের ভেতর ও বাহিরে গণমানুষের অধিকার আদায়ে সরব থাকবে জাতীয় পার্টি।

এমইউএইচ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।