ডেমরায় দুই হাজার পরিবারের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৬ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ডেমরা এলাকায় দুই হাজার দুস্থ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ডেমরা এলাকার বামুইলে ডেমরা থানা ছাত্রদলের সহ-সভাপতি মনির মুন্সির তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়।

এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি পাভেল, সাংগঠনিক সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ছাত্রদল।

দেশে এ পর্যন্ত মোট ৮৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন।

কেএইচ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।