৩ দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন করোনা আক্রান্ত ইনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২১

আগামী তিনদিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাসদ সভাপতির কোভিড পজিটিভ হওয়ার অষ্টম দিন আজ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন তিনি। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালের করিডোরে ৪০ মিনিট হেঁটেছেন।’

আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘চিকিৎসকরা আশা করছেন, হাসানুল হক ইনু দু-তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারবেন। তাকে বাসায় বাধ্যতামূলক আইসোলেশন ও পূর্ণ বিশ্রামে থাকতে হবে।’

জাসদ যুগ্ম-সাধারণ সম্পাদক আরও জানান, হাসানুল হক ইনু আশা করছেন তিনি আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাসদ জাতীয় কমিটির সভায় অনলাইনে যুক্ত থাকবেন।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।