হেফাজতের ঢাকার নেতৃত্বে দুই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৪ জুন ২০২২

রাজনীতিতে নতুন দুজনকে ঢাকা মহানগর কমিটির নেতৃত্বে এনেছে হেফাজতে ইসলাম। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

আবদুল কাইয়ুম সুবহানীকে সভাপতি আর সাধারণ সম্পাদক করা হয়েছে কেফায়েতুল্লাহ আজহারীকে। দুজনের একজনও রাজনীতিতে পরিচিত মুখ নন।

সোমবার (১৩ জুন) সংগঠনের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

হেফাজতের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার কমিটির উপদেষ্টা করা হয়েছে মুহিউদ্দীন রব্বানী ও মাওলানা জহুরুল ইসলামকে। সভাপতি, সাধারণ সম্পাদকদের মতো তারাও তেমন পরিচিত নন।

যুগ্ম মহাসচিব করা হয়েছে আনিসুর রহমান নুরুল ইসলামকে, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনিরুজ্জামান। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুস্তাকিম বিল্লাহ হামিদীকে, সদস্য হয়েছেন কামাল উদ্দীন, রাশেদ বিন নুর ও সানাহুল্লাহ হাফেজ্জী। এদের মধ্যে রাশেদ বিন নুর হেফাজতের প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর বড় ছেলে।

২০১০ সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করে জাতীয় পর্যায়ে পরিচিতি পায় সংগঠনটি।

জানতে চাইলে প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ছোট ছেলে ও হেফাজত নেতা মোরশেদ বিন নুর জাগো নিউজকে বলেন, যারা বড় পদে এসেছেন তারা অন্য কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। হেফাজতের সঙ্গে ছিলেন। তারা আজকের সভায়ও উপস্থিত ছিলেন না। তাদের আজকে শুধু জানানো হয়েছে। শিগগির এই কমিটি মিটিং করে করণীয় ঠিক করবে।

এসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।