স্বপনকে প্রধান করে বিএনপির মিডিয়া সেল গঠন
ফাইল ছবি
দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপনকে আহ্বায়ক করে বিএনপির ১০ সদস্যের মিডিয়া সেল গঠন করা হয়েছে।
সোমবার (২০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় , জহির উদ্দিন স্বপন আহ্বায়ক, শহীদ উদ্দিন চৌধুরী সদস্য সচিব, মোছা, শাম্মী আক্তার সদস্য, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সদস্য, ব্যারিস্টার রুমিন ফারহানা সদস্য, কাদের গণি চৌধুরী সদস্য, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সদস্য, আলী মাহমুদ (দিনকাল) সদস্য, আতিকুর রহমান রুমন সদস্য, শায়রুল কবির খান সদস্য।
কেএইচ/জেএইচ/জিকেএস