গুম-খুনের তথ্য সরকারের কাছে না থাকা দেউলিয়াত্ব প্রকাশ করে: রব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৯ জুলাই ২০২২
আ স ম আবদুর রব/ফাইল ছবি

বাংলাদেশে গুম-খুনের তথ্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণের বিষয়ে জাতিসংঘের প্রশ্নের জবাব না দিয়ে সরকার দুর্বৃত্ত রাষ্ট্রের নজির স্থাপন করছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

জেএসডি সভাপতি বলেন, ২০২১ সালের ১ মে থেকে ২০২২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার প্রশ্নে সরকারের অবস্থান জানতে চেয়ে চিঠি দিয়েছিল জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ সরকার সময় পেরিয়ে গেলেও জাতিসংঘের প্রশ্নের উত্তর যথা সময়ে দেয়নি।

আবদুর রব আরও বলেন, বাংলাদেশে ৭৬টি গুমের ঘটনার হালনাগাদ তথ্য, ভিক্টিমদের বাড়িতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি ও ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে ৭৬টি ঘটনার অনেকেরই রেকর্ড নেই বলে উল্লেখ করা, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য বড় ব্যর্থতা।

তিনি বলেন, নাগরিক গুম হবে, হত্যাকাণ্ডের শিকার হবে অথচ সরকারের কাছে কোনো তথ্য থাকবে না এটা রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশ করে।

রব বলেন, এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘসহ বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের জন্য একটি কঠিন ভয়ঙ্কর পরিণতির অপেক্ষা করছে।

জেএসডি সভাপতি বলেন, আমাদের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার স্বার্থে গণবিরোধী অবস্থান থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে।

কেএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।