কালীগঞ্জে বৃদ্ধকে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিল দুর্বৃত্তরা
গাজীপুরের কালীগঞ্জে বানার্ড গমেজ (৬৯) নামে এক বৃদ্ধকে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নলছাটা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের যোসেফ গমেজের ছেলে। এ ঘটনায় ওই বৃদ্ধ বাদী হয়ে বুধবার বিকেলে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বানার্ড গমেজ জানান, তার স্ত্রী ৩ ছেলে-মেয়ে নিয়ে রাজধানী ঢাকার শাহজাদপুর এলাকার নিজ বাসায় থাকেন। তিনি একা উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা গ্রামে থাকেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় আগে থেকে সেখানে অপেক্ষায় থাকা ৪/৫ জনের অজ্ঞাতনামা একদল দুর্বৃত্তকারী অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে মারধর করে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বানার্ড গমেজ থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রহমান আরমান/এমএএস/এবিএস