নারায়ণগঞ্জে সমাবেশের আগে বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ। এছাড়া ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার চত্বরে সমাবেশ করবে রাজনৈতিক প্ল্যাটফরমটি।
রোববার বিকেলে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আগামী ১৫ নভেম্বর বিএনপির সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নেতারা মনে করেন, এই মুহূর্তে অবৈধ ক্ষমতাসীন সরকারের পতন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর- এই দুটি বিষয়কে সামনে রেখে ঐকমত্যের ভিত্তিতে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে হবে। এমন একটি শাসন কাঠামো তৈরি করতে হবে যাতে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। গণতন্ত্র মঞ্চ অবৈধ ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সাংবিধানিক, শাসনতান্ত্রিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ভোটের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা- এসব কর্মসূচির ভিত্তিতে সব বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তুলতে চায়। সেই ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ।
এর আগে বাংলাদেশ জাসদ এবং গণফোরামের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।
কেএইচ/এমএইচআর/জিকেএস