রাজধানীতে দক্ষিণ যুবলীগের বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নেতৃত্বে যাত্রাবাড়ী থানার অন্তর্গত ৪৮, ৪৯, ৫০, ৬১, ৬২, ৬৩, ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ী মোড় থেকে শুরু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনাল হয়ে যাত্রাবাড়ী পার্কে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, নির্বাচনকে সামনে রেখে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশ প্রশাসনের ওপর হামলা শুরু হয়েছে।

যুবলীগ নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে পিছিয়ে দিতে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। তাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশে যুবলীগ নেতাকর্মীরা বিএনপিকে প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ।

এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ৭৫টি ওয়ার্ড ঐক্যবদ্ধভাবে বিএনপিকে মোকাবিলা করতে প্রস্তুত হয়ে মাঠে আছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফালান, ৪৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির, ৫০ নম্বর ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, ৬১ নম্বর ওয়ার্ডের শেখ রুবেল, তানজিল, ৬২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমদে বিপ্লব, ৬৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মানিউর রহমান মৃধা (মিশু) ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন মিয়াসহ অন্য নেতারা।

এসইউজে/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।