আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কারো আর্থিক সচ্ছলতা নেই: নোমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫০ এএম, ০১ এপ্রিল ২০২৩

দেশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কারো আর্থিক সচ্ছলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনা সরকার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশের মানুষ অনাহারে অর্ধাহারে দুর্বিষহ জীবনযাপন করছে। ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগের) নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষের কোনো আর্থিক সচ্ছলতা নেই। এখন সরকারের দুর্নীতি ও লুঠপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে।

আরও পড়ুন: সরকারের মুখোমুখি আমাদের হতেই হবে: দুদু

ক্ষমতাকে পাকাপোক্ত করতে আওয়ামী লীগ সরকার দমননীতি চালাচ্ছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এখন সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে।

এসময় সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কিংবা নির্বাচন কমিশনের কোনো সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপির চলমান আন্দোলন খুব শিগগির সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না আমরা।

ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধার করতে হলে সরকার পতনের এক দফা আন্দোলনের অন্য কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

আরও পড়ুন: র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর দায় সরকারকে নিতে হবে: ফখরুল

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের পতন অবশ্যই হবে। সরকারবিরোধী চলমান গণআন্দোলন জোরদার করে লাগাতার কর্মসূচী দেওয়া হবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ. এম নাজিম উদ্দীন, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।