ফাইনালে সাকিবের খেলা নিয়ে সংশয়
রোববার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। ফাইনালের আগের দিন নিজেদের ঝালিয়ে নিতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে অনুশীলনে নামে বাংলাদেশ দল। কিন্তু অনুশীলনের মাঝ পথেই মাঠ ছেড়ে উঠে যান সাকিব আল হাসান।
কেন উঠে গেলেন? খোঁজ নিয়ে জানা গেলো, গতকালই অনুশীলনের সময় ব্যথা পেয়েছিলেন তিনি। বাম পায়ের উরুর মাসলে টান লেগেছিল তার। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘সাধারণ এ ধরনের আাঘাতের জন্য ৪৮ ঘণ্টা বিশ্রাম নিলেই সেরে যায়। এ কারণে সাকিবকে বলা হয়েছিল ৪৮ ঘণ্টা বিশ্রামে থাকতে।কিন্তু তিনি তা না শুনে আজও অনুশীলন করতে নেমেছিলেন।’
গতকালের ব্যাথা নিয়েই আজ আবার অনুশীলন করতে নামেন সাকিব। নেটে ব্যাট করতে গিয়ে একটি বল মোকাবেলা করার পর আবারও ব্যাথা পান। এরপরই নেট থেকে সোজা চলে আসেন তিনি। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ব্যাথার কী অবস্থা সেটা সন্ধ্যা ৭টায় হয়তো বা বিস্তারিত বলা যাবে।’
তবে বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরী এটাও জানিয়েছেন, ‘সাকিবের ফাইনাল খেলতে হয়তো কোন সমস্যা হবে না। কাল বিকাল পর্যন্ত বিশ্রামে থাকলেই সব ঠিক হয়ে যাবে। তবুও তিনি ফাইনালে খেলতে পারবেন কি পারবেন না, তা জানা যাবে ম্যাচের আগেই।’
আইএইচএস/আরআইপি