আমিরের বলে বোল্ড হয়ে গেলেন সৌম্য
২০২ রানের বিশাল লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। সে জন্য দুই ওপেনারের ওপর দায়িত্বটাও অনেক বেশি। কিন্তু সৌম্য সরকারের সময়টা যে খারাপই চলছে! সুতরাং, খারাপ সময়টা থেকে বের হতে পারলেন না পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেও। প্রথম ওভারের তৃতীয় বলেই মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার। বাংলাদেশের রান তখন মাত্র ১।
তবে সৌম্য আউট হলেও তামিম এবং সাব্বির মিলে বাংলাদেশের ইনিংস গড়ার চেষ্টা করছেন। এ রিপোর্ট লেখার সময় দু’জন মিলে গড়েছেন ৩০ রানের জুটি। একই সঙ্গে দলীয় রান ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩১। সাব্বির ২০ এবং তামিম রয়েছেন ৭ রান নিয়ে।
আইএইচএস/এবিএস