ছাত্র ফ্রন্টের সভাপতি রুমন সম্পাদক নাসির


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২১ মার্চ ২০১৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান হাবিব রুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাসিরউদ্দিন প্রিন্স। গত ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি ’১৬ অনুষ্ঠিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ষোড়শ কেন্দ্রীয় কাউন্সিলে এদের নির্বাচিত করা হয়।

বিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির বাকিরা হলেন- সহ-সভাপতি : আল কাদেরী জয়, সাংগঠনিক সম্পাদক : বাশির রহমান, দপ্তর সম্পাদক :  শ্যামল বর্মন, অর্থ সম্পাদক : রুখসানা আফরোজ আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক : সাদেক হোসেন, স্কুল সম্পাদক : সজল বাড়ৈ, আন্তর্জাতিক সম্পাদক : মনীষা চক্রবর্ত্তী।

আর সদস্য হিসেবে নির্বাচিত হন- কিবরিয়া হোসেন, সোহরাব হোসেন, মোসলেহ উদ্দিন, রাধা রানী বর্মন, আলমগীর সুজন, মুক্তা বাড়ৈ, মিটন দেবনাথ, হযরত আলী রাজিব, মাসুক হেলাল অনিক, সুস্মিতা মরিয়ম এবং বিকাশ শীল।

এমএইচ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।