বাংলাদেশ-ভারত ম্যাচকে ব্যঙ্গ করলেন ধারাভাষ্যকাররা!


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৭ মার্চ ২০১৬

ভারতের কাছে দুই বলে তিন রানে হারার ক্ষত এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারের সেই অনাকাঙ্ক্ষিত হারের পর মুষেড়ে পড়েছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে যেন তারই প্রতিচ্ছবি দেখলো সবাই। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। কিন্তু এই ম্যাচেও ঘুরে ফিরে সেই ভারতের বিপক্ষে হারার কষ্টটা ফিরে এসেছিল। এবার সেই ম্যাচে বাংলাদেশের শেষ বলে হারকে ব্যঙ্গ করলো ধারাভাষ্যকাররা।

ভারতের বিপক্ষে তিন বলে দরকার ছিল দুই রান কিন্তু দুইজন আউট হলে শেষ বলে প্রয়োজন হয় দুই রান। কিন্তু হার্দিক পান্ডিয়ার বল ব্যাটে লাগাতে সক্ষম হননি শুভাগত হোম। মুস্তাফিজ অপরপ্রান্ত থেকে দৌড় দিলে ক্রিজে পৌছানোর আগেই ধোনি স্ট্যাম্প ভেঙে দেন।

এই মুহূর্তটাকে চার ধারাভাষ্যকার মিলে চেষ্টা করেছেন ফুটিয়ে তুলতে। এখানে হার্দিক পান্ডিয়ার জায়গায় দেখা যায় শন পোলককে, ধোনির জায়গায় দেখা যায় ড্যারেন গঙ্গাকে, শুভাগত হোমের জায়গায় দেখা যায় রাসেল আরনল্ডকে এবং মুস্তাফিজের জায়গায় দেখা যায় নিক নাইটকে।



আরআর/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।