ওয়াশিংটনে আ.লীগের স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ মার্চ ২০১৬

সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধমুক্ত সমৃদ্ধ আধুনিক দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ওয়াশিংটনে পালিত হয়েছে গৌরবের স্বাধীনতা  ও জাতীয় দিবস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৬ মার্চ শনিবার মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে  ওয়াশিংটন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।

এ উপলক্ষে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম শিকদারের সভাপতিত্বে আর্লিটনস্থ লিয়ন ভিলেজ কমিউনিটি হাউজে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সভাপতি তালুকদার শামসুজ্জোহা এবং যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়।

সভায় বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, সহ -সভাপতি জীবক বড়ুয়া, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ দস্তগীর জাহাঙ্গীর, মেরিল্যান্ড স্টেট সভাপতি শেখ মোহাম্মদ সেলিম,  সম্পাদক মাইনুল ইসলাম মজুমদার তাপস, ভার্জিনিয়া স্টেট সহ-সভাপতি আনোয়ারুল আজিম, শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিফাত, ড. গোলাম ফরিদ আকতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাক্তন প্রসিকিউটর আমর ইসলাম প্রমুখ।
 
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সম্মিলিত কণ্ঠে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভার শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এসএম/এমএমজেড/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]