আফরোজা আব্বাস

আওয়ামী লীগের লোকজন আমার বাসায় ককটেল ছুড়ে মারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন আব্বাস পত্নী।

আরও পড়ুন: মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

তিনি বলেন, সকালে একটি মোটরসাইকেলে কালো পোশাক ও মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এসময় বিকট শব্দ হয়। আমরা পুলিশকে ফোন দেই। তারা দ্রুত এলেও নাশকতাকারী কাউকে ধরার কোনো চেষ্টা করেনি।

প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, তারা মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল-পল্টন এলাকা তাদের আওতায় থাকবে। কিন্তু আব্বাস তো জেলে। আজ আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারতো।

আরও পড়ুন: আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ

এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলে থানা কোর্ট মামলা নেয় না অভিযোগ করে তিনি বলেন, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। আপনাদের সহযোগিতা কামনা করছি।

কেএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।