আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার স্ত্রী বাঁধনের ইন্তেকাল
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী আইরিন পারভীন বাঁধন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে (স্থানীয় সময় ৮টা ৩৯ মিনিট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধন ও ইসহাক আলী খান পান্না দম্পতির একমাত্র সন্তান খান ইফতেশাম আবতাহি আরিয়ান। মরহুমার পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাঁধনের মরদেহ সোমবার বিকাল পাঁচটায় ঢাকায় পৌঁছাবে। এর পরদিন (মঙ্গলবার) বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আইরিন পারভীন বাঁধন দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন।
একে/পিআর