ছাত্রদলের সভাপতিসহ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

বকশীবাজারে পুলিশ, ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ। ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ দেড়শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে এ দু’টি মামলা দায়ের করে পুলিশ। বুধবার গভীর রাতে শাহবাগ ও চকবাজার থানায় মামলা দুটি দায়ের করা হয়।

এদিকে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তার ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কেউ নেই, অধিকাংশই যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মী। এরইমধ্যে যাদের আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় অপর মামলাটি দায়ের করেন এসআই দেলোয়ার হোসেন। যেখানে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরো ৩০/৪০ জন অজ্ঞাতদেরকে আসামি করা হয়েছে। যাদের মধ্যে গতকাল পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

বুধবার গভীর রাতে শাহবাগ ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। - See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=84055#sthash.r7HaFwWW.dpuf
বুধবার গভীর রাতে শাহবাগ ও চকবাজার থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। - See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=84055#sthash.r7HaFwWW.dpuf
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।