ঢাকার দুই মহানগর কমিটির আকার বাড়ালো যুবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির আকার বেড়েছে

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির (আংশিক) আকার বাড়ানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর যুবদলের ঘোষিত আহ্বায়ক কমিটিতে আরও ৩৪ জন যোগ হয়েছেন। এছাড়া খন্দকার এনামুল হক এনামকে আহ্বায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করে দেওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটিতে আরও ২৩ জন পদ পেয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই দুই কমিটির অনুমোদন দেন।

উত্তর যুবদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামীম আহমদ, জুলহাস আহমেদ, জসীম উদ্দীন, মো. মনিরুল ইসলাম মনির ও সালেহ আহমেদ চৌধুরী মানিক।

এছাড়া সদস্য হিসেবে আছেন- হাবিবুর রহমান সুমন, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, সেলিম আহমেদ রেজা, আরিফ হোসেন শুভ্র, রাকিবুল বাশার বনি, মামুন মোল্লা, নূরে আলম, কামরুল ইসলাম, কামরুল হাসান, ফরহাদ হোসেন সজিব, সালাহ উদ্দিন বাবু, ইলিয়াস হোসেন ফকির, মনিরুল হাসান পিন্টু, ফাইজুল ইসলাম ভূঁইয়া, সোহেল রহমান, রতন ইসলাম রারী, হাসিবুল রাজ শাওন, মাহমুদুল হাসান সবুজ, এনামুল ইসলাম লিটন, সজিবুর রহমান সজিব, মাহমুদুল হাসান মাসুম, জুয়েল রানা এবং আরিফ হোসেন।

দক্ষিণ যুবদলে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন- ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, সৈয়দ মুকিতুল আহসান রস্তু, শফিকুল ইসলাম নাদিম, নূরে আলম সিদ্দিকী সোহাগ, সাবাহ করিম লাকি, মো. রাফিজুল হাই রাফিজ, শাহ মো. মাসুম বিল্লাহ, ফয়সাল হেদায়াত সৈকত পণ্ডিত ও মো. শাহজাহান চৌধুরী।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- গিয়াস উদ্দিন মানিক, আওলাদ হোসেন ভূঞা, রেজাউল ইসলাম প্রিন্স, মো. সোহেল খান, কাজী মনসুর আলম, হাজী বিল্লাল, দিদারুল ইসলাম বাবু, মিজান ব্যাপারী, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম (ইমন), মোসারফ হোসেন এবং আর এইচ রুবেল তালুকদার।

কেএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।