বেলজিয়ামে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩১ মে ২০১৯

বেলজিয়াম বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, আসরাফ কিটু (অভিনেতা), মো. সাইদ, মঞ্জু।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম, লিটন, বকুল, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান মমো, হারুন মিয়া, বেলজিয়াম লিয়াজ শহর থেকে, হাবিবুল হাসান সোহাগ, জসিম, বেলজিয়াম যুবদলের নেতাকর্মীরা।

Belgiam2.jpg

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোদ্দাছির। শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করে দলটি।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com