কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবকে সম্মাননা

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২১ মার্চ ২০২৩

কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (২০ মার্চ) রাতে দেশটির সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্ট প্রবাসী ক্রিকেট ক্লাব কুয়েত এ অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা বেশি করে আয়োজন করার আহ্বান জানিয়েছে প্রবাসী সুধিজনরা। জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব কুয়েত আয়োজিত এক অনুষ্ঠানে খেলার গুরুত্ব নিয়ে অতিথিরা এ আহ্বান জানান।

সংগঠনের সভাপতি হুমায়ুন আলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বিশেষ অতিথি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন উপদেষ্টা মঈন উদ্দিন সরকার সুমন।

এছাড়া সাধারণ সম্পাদক আ হ জুবেদ, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুরবান আলী, সংগঠক সারোয়ার, শহিদুল ইসলাম, নজরুল শাহিন, সাংবাদিক সাদেক রিপন, নাছির উদ্দিন খোকনসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে ক্রিকেট অ্যাসোসিয়েশন, ফুটবল ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব এবং ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব কুয়েতের সঙ্গে খেলার চুক্তি সম্পন্ন করায় এই ফ্রেন্ডস পার্টির আয়োজন বলে জানান আয়োজকরা। খেলার সংবাদ প্রচার করে খেলোয়াড়দের পাশে থেকে সবসময় উৎসাহ যোগানোর জন্য বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রেস ক্লাবের পক্ষে স্মারকটি গ্রহণ করেন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। এছাড়াও ক্রিকেট খেলায় অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]