মালদ্বীপের থিনাধুতে প্রবাসী বাংলাদেশি নিখোঁজ

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৬ মার্চ ২০২৩

মালদ্বীপের থিনাধু দ্বীপে মোহাম্মদ টিটু নামে (৪৪) এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। গত ১৯ মার্চ থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৯ মার্চ) থেকে মোহাম্মদ টিটুর মোবাইল ফোন বন্ধ। ওই দিন থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

আরও পড়ুন: মালয়েশিয়ায় এক কোম্পানিতে ৩৪ বাংলাদেশির মানবেতর জীবন

টিটু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চেলিখোলা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তিনি মালদ্বীপের থিনাধু দ্বীপে আট বছর ধরে কর্মরত ছিলেন।

টিটুর ছেলে মোহাম্মদ সাকিব বলেন, আজ সাতদিন ধরে বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: সিডনির বুকে একখণ্ড বাংলাদেশ

টিটুর সন্ধান পেতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ মিশন ও সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

বিএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]