ইতালিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০ এএম, ১২ জুলাই ২০২৩

ইতালিতে আল ইমরান রানা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। রোববার (৯ জুলাই) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ইমরান রাজধানী রোমে পাস্সেরো সলিতারিও ১১ নম্বর সড়কে থাকতেন। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আলীরটেক ইউনিয়ন পুরুন গোপননগরে। তিনি রমিজ উদ্দিন মাতবরের বড় ছেলে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বিশ দিনে ৬ বাংলাদেশি খুন

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতির প্রধান উপদেষ্টা মোক্তার রহমান (মাকতুল), সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রামকানাই সাহা, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেলসহ আরও অনেকে।

ইমরানের মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রবাসীরা।

জেডএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]