আল-আইন বিএনপি নতুন কমিটির অভিষেক


প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৬ মে ২০১৭
ছবি : জাগো নিউজ

সংযুক্ত আরব আমিরাতের আল আইন বিএনপির নবগঠিত কমিটির অভিষেক হয়েছে। স্থানীয় সুপার রেস্টুরেন্টের হলে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটির অভিষেক হয়।

বৃহস্পতিবার হওয়া এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবী বিএনপির সভাপতি দিদারুল আলম।

হাসান চৌধুরীর পরিচালনায় এস এম মনসুরের সভাপতিত্বে আল আইন বিএনপির প্রধান উপদেষ্টা মহরম আলী নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

ইঞ্জিনিয়ার মফিজুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ সোহেল খানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আবুল কাসেমসহ ১৫১ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।

এমএমএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]