বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সৌদির কনস্যুলেট জেনারেল

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সৌদি আরবে লকডাউন থেকে শুরু করে কারফিউ পর্যন্ত জারি করেছে দেশটির সরকার। এতে সৌদির অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। ফলে দেশটির জেদ্দা ও পশ্চিমাঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা চরম খাদ্য সংকটে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া এসব অসহায় প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেদ্দার কনস্যুলেট জেনারেল ফয়সাল আহমেদ।
সৌদি সরকারের বিশেষ অনুমতি নিয়ে সোমবার (১৩ এপ্রিল) থেকে তিনি জেদ্দায় প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। কারফিউর থাকায় প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে কনস্যুলেট জেনারেল বলেন, আপনারা বাড়িতে অবস্থান করুন। খাদ্য সামগ্রী আমি বাড়িতে পৌঁছে দেব।
গত ৬ এপ্রিল জেদ্দার কনস্যুলেট জেনারেল ফেসবুক পোস্টে জেদ্দা ও পশ্চিমাঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা দুর্দশাগ্রস্থ তাদের তথ্য কনস্যুলেটকে সরবরাহ করার আহ্বান জানান। এর প্রেক্ষিতে বিপুল সংখ্যক প্রবাসী সাহায্যের জন্য আবেদন করেন। যেসব অসহায় প্রবাসী এখনো আবেদন করেননি তাদের অবিলম্বে আবেদন করার আহ্বান জানিয়েছেন তিনি।
এমএফ/এমকেএইচ