হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ গ্রেফতার ২৯

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২৩

হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশিসহ ২৯ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ইমিগ্রেশন বিভাগ গত ২ ও ৩ এপ্রিল কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে বিশেষ অভিযান চারিয়ে এসব হুন্ডি কারবারিকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহ বলেন, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশি লাইসেন্সবিহীন হুন্ডি কারবারিদের ধরতে ১০টি স্থানে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যাংক নেগারা মালয়েশিয়ার (বিএনএম) সহযোগিতায় অভিবাসন বিভাগ ও গোয়েন্দা বিভাগের সমন্বয়ে আরও তিনটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জন বিদেশিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ১১ জন বাংলাদেশি, ৫ জন ভারতীয়, ৮ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং দুজন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, হুন্ডি কারবারিরা গ্রেফতার এড়াতে রেস্তোরাঁ, মুদি দোকান, কসমেটিকস আউটলেট এবং কিয়স্কে ইলেকট্রনিক পণ্য বিক্রি করে এবং মালয়েশিয়া থেকে প্রবাসীদের দেশে অর্থ প্রেরণে প্রলুব্ধ করে।

অভিযানে ৩ লাখ ৫২৭ রিঙ্গিত, মোবাইল ফোন, রেকর্ড বই এবং বিভিন্ন দেশে রেমিট্যান্স পাঠানোর নথি জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিষয়ে অধিকতর তদন্তের তাদের সিমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইএ/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com