কাতারে অ্যাডভোকেট বদিউল আলমকে সংবর্ধনা

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে সংবর্ধনা দিয়েছে কাতার লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।

কাতারের স্থানীয় সময় রোববার রাতে রাজধানী দোহা জাদিদ আমান উল্লাহ রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আজাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, দেশ ও পরিবার ছেড়ে আজ আপনারা জীবিকার তাগিদে প্রবাসী হয়েছেন। আপনাদের এই মহত ত্যাগ মাতৃভূমি বাংলাদেশ ও আপনাদের পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করি।

এ সময় আরও বক্তব্য দেন, মাওলানা আব্দুজ জাহের, সাংবাদিক কাজী শামীম, সংগীত শিল্পী মাহবুব রিয়াজ, মেহতাজ হক, প্রান্ত, রবিউলসহ অনেকে।

করোনাভাইরাসের তান্ডবের সময় ‘সেইভ দ্য হিউম্যানিটি’ সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন। ওই সময় তিনি কুমিল্লা জেলাজুড়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার অসুস্থ মানুষের কাছে সরবরাহ করেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]