মুমূর্ষু ছয় বাংলাদেশি হজ করবেন অ্যাম্বুলেন্সে শুয়ে!

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা মক্কার মিনা থেকে
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮

হজের আনুষ্ঠানিকতা আজ (রোববার) ফজরের ওয়াক্ত থেকে শুরু হয়েছে। এর আগে হজযাত্রীরা শনিবার রাতে মিনায় এসে বিভিন্ন তাবুতে অবস্থান নেন।

এদিকে পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়া বাংলাদেশিদের মধ্যে এখনও ৬ জন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হজ পালনের এক বুক আশা নিয়ে তারা দেশ থেকে পবিত্র ভূমিতে পা রেখেছিলেন। কিন্তু এখানে পৌঁছানোর পর তারা কেউ জটিল হৃদরোগ; আবার কেউবা লিভার, পা ভাঙা কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ হজ মেডিকেল টিমের প্রধান ডা. জাকির হোসেন খান বলেন, জটিল এ ৬ জনকে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে হজ করানো হবে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।

তিনি জানান, শনিবার পর্যন্ত মক্কার বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি থাকলেও শনিবার রাতে ১৯ জনকে রিলিজ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এদিকে শনিবার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারে সাড়ে তিন হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেন। এরমধ্যে একহাজারেরও বেশি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত ছিলেন।

এমইউ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।