রবীন্দ্রপ্রেমে বাংলাদেশের কাছে গোহারা হেরেছে ভারত: তসলিমা নাসরিন
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে হিরো আলম জানিয়েছেন, জীবনেও আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্র সংগীত গাইবেন না। বিকৃত করে রবীন্দ্র সংগীত গাওয়ায় বাংলাদেশে এমন পদক্ষেপ নেওয়া হলেও একই অপরাধে পশ্চিমবঙ্গের রোদ্দুর রায়ের বিরুদ্ধে কোনা পদক্ষেপ নেয়নি ভারত। এ ঘটনায় রবীন্দ্রপ্রেমে বাংলাদেশের কাছে ভারত গোহারা হেরেছে বলে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
জাগো নিউজের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘রবীন্দ্র সংগীতকে কুরুচি আর বিকৃতির হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছে বাংলাদেশ, এগিয়ে আসেনি পশ্চিমবঙ্গ। তাই বাংলাদেশের হিরো আলমকে পুলিশের কাছে গিয়ে মুচলেকা দিতে হয়েছে। বিকৃত সুরে এবং ভুল উচ্চারণে রবীন্দ্র সংগীত সে আর গাইবে না। কিন্তু পশ্চিমবঙ্গের রোদ্দুর রায়কে এ কারণে পুলিশেরা তলব করেনি, তাকে এ ধরনের কোনো মুচলেকাও দিতে হয়নি।’
‘এ থেকে কী বোঝা গেলো? বোঝা গেলো যেমন ইচ্ছে তেমন করে গান গাওয়ার অধিকার পশ্চিমবঙ্গে বেশি, এমনকী রবীন্দ্র সংগীতও রুচিহীনভাবে গাওয়ার অধিকার মানুষের আছে। কিন্তু বাংলাদেশে বিকৃত সুরে, ভুল উচ্চারণে অন্য যে কোনো গান গাওয়ার যে কারও অধিকার থাকুক, রবীন্দ্র সংগীত গাওয়ার অধিকার নেই।’
তসলিমা আরও লেখেন, ‘লোকে যে যাই বলুক, বাংলাদেশের এই রবীন্দ্রপ্রেম আমার বেশ ভালো লেগেছে। পশ্চিমবঙ্গ রবীন্দ্রপ্রেমে সারা বছর হাবুডুবু খেলেও, প্রেমদৌড়ে বাংলাদেশের কাছে এবার গোহারা হেরেছে বটে।’
কেএসআর/জেআইএম