৫ কোটি টাকা ঋণ পাইনি, ৫০০ কোটির কথা গুজব: নাজমুল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৮ আগস্ট ২০২৩

সিদ্দিকী নাজমুল আলম

ব্যাংকের বড় কর্মকর্তারা বৈধভাবে আপনাকে ৫/৬ কোটি টাকা লোন দিয়ে ব্যবসার সুযোগ দেবে না। কিন্তু অবৈধভাবে ৫০০/৬০০ কোটি লোন দিয়ে লোপাটের সুযোগ দেবে।

প্রতিটি লোন কেলেঙ্কারিতে শুধু ব্যক্তির নাম আসলেও ব্যাংকের অসাধু কর্মকর্তাদের নাম আসে না। আমার কোন ব্যাংকঋণ নেই।

ব্যক্তিগতভাবে ২ বছর যাবত ৫ কোটি টাকা ব্যবসার জন্য লোন নেওয়ার চেষ্টা করেছি। বৈধ সব কাগজ জমা দিয়ে ফলাফল শূন্য।

আর আমার নামে ফেসবুকে গুজব আমি ৫০০ কোটি টাকা মেরে দিয়েছি ব্যাংকের। কেউ প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলবো কিংবা যাবজ্জীবন কারাগারে থাকবো… ওপেন চ্যালেন্জ দিলাম, কেউ প্রমাণ করেন।

ঋণ গ্রহীতার (কেলেঙ্কারির) তালিকা প্রকাশ করা হউক, সরকারের কাছে আকুল আবেদন।

(ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ফেসবুক স্ট্যাটাস)

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।