যে শর্ত পূরণ হলে রূপগঞ্জের জার্সিতে খেলবেন সাকিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে টেস্ট সিরিজে নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে দেশেই আসতে পারেননি। তারপর থেকে আর দেশে-বিদেশে কোথাও জাতীয় দলে নেই সাকিব।

এদিকে ক্রিকেটাঙ্গনে খবর ছড়িয়ে পড়েছে, ‘চ্যাম্পিয়ন’ অলরাউন্ডার এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন। কীভাবে!

ক্রিকেটভক্তদের প্রশ্ন, সাকিব তো এখন দেশেই আসতে পারেন না। তাহলে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলবেন কী করে? ঢাকার ক্লাব ক্রিকেট তো আর দেশের বাইরের কোনো আসর নয় যে, দেশের বাইরে গিয়ে খেলে যাবেন সাকিব। তাহলে তাকে দলে নেওয়ার ঘোষণা এবং খেলানোর কথা বলা হলো কোন যুক্তিতে?

কৌতূহলি ক্রিকেটপাড়ায় লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তা তারিকুল ইসলাম টিটুর ব্যাখ্যা, ‘তাকে দলে নিতে তো আর বাধা নেই। সাকিব দেশে আসতে পারলে খেলবে, না আসতে পারলে খেলবে না। ব্যাপারটা খুবই সহজ। আমরা তাকে দলে নেওয়ার সব কাজকর্ম সেরে রাখছি। দেশে পা রাখতে পারলে সাকিব খেলবে। প্রিমিয়ার লিগ খেললে লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষেই খেলবে।’

এআরবি/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।