গিল-সুদর্শনের উড়ন্ত সূচনার পরও ১৮০ রানে থামলো গুজরাট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২৫

শাই সুদর্শন আর শুভমান গিলের ওপেনিংয়ে করলেন উড়ন্ত সূচনা। তবে সংগ্রহটা যত বড় হওয়ার কথা, তত হলো না গুজরাট টাইটান্সের। ৬ উইকেটে ১৮০ রানেই থেমেছে গুজরাটের ইনিংস। অর্থাৎ জিততে হলে লখনৌ সুপার জায়ান্টসকে করতে হবে ১৮১।

টস হেরে ব্যাট করতে নেমে সুদর্শন আর গিল ওপেনিং জুটিতে ১২ ওভারেই ১২০ রান তুলে ফেলে গুজরাট। তবে শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ৬০ রান।

গিল ৩৮ বলে ৬০ আর সুদর্শন ৩৭ বলে করেন ৫৭ রান। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। জস বাটলার ১৪ বলে ১৬, ওয়াশিংন সুন্দর ৩ বলে ২, শেরফান রাাদরফোর্ড ১৯ বলে ২২, রাহুল তেয়াতিয়া ১ বলে করেন ০। ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান।

লখনৌর হয়ে ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর আর রবি বিষ্ণুই।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।