কিছুক্ষণের মধ্যেই আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৪ মে ২০২৫

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে আজ বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বে লিটন দাসের দল। সকাল ১০ টার ফ্লাইটে চড়বে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে থাকবেন ১০ জন ক্রিকেটার ও ৭ জন কর্মকর্ত। আর বিকাল ৫টায় আমিরাতের বিমানে উঠবে বাকিরা।

আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এই সিরিজ শেষ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। ২৫ মে থেকে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই সিরিজ সময়মতো শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল মঙ্গলবার নতুন করে পিএসএলের সূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, ১০ দিন স্থগিত থাকার আগামী ১৭ মে থেকে ফের শুরু হবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। যার ফাইনাল আবার ২৫ মে, অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর দিন।

একইদিনে পিএসএলের ফাইনাল, আবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন সম্ভব কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা যে, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।