আইপিএলে কতদিন খেলতে পারবেন মোস্তাফিজ, জানালো বিসিবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ১৬ মে ২০২৫

মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, এ খবর সবারই জানা। কিন্তু আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মাঝে বাংলাদেশি এই পেসার কতদিন আইপিএলে খেলতে পারবেন, সেটি জানার কৌতুহলই ছিল সবার মাঝে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি এই পেসারকে আইপিএল খেলতে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) দেবে কি না তা নিয়েও ভক্তদের মধ্যে সন্দেহের অবকাশ ছিল।

অবশেষে মোস্তাফিজকে নিয়ে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এনওসি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। অর্থাৎ সাতদিন টাইগার পেসার ভারতে থাকতে পারবেন।

ভারতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি (১৭ মে) খেলে যেতে হবে মোস্তাফিজকে। ৭ দিন দিল্লির হয়ে খেলার পর পাকিস্তান সিরিজে যোগ দিতে হবে মোস্তাফিজকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ মে।

অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আরব আমিরাতের সঙ্গে শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে না মোস্তাফিজের। বাকি সব ৬ ম্যাচই তিনি খেলবেন জাতীয় দলের হয়ে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে থাকা দিল্লির এখনো গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাকি। এনওসি অনুসারে, দিল্লির হয়ে এই তিন ম্যাচই খেলতে পারবেন মোস্তাফিজ। দিল্লি প্লে-অফে গেলেও ২৪ মে'র পর আর ভারতে থাকতে পারবেন না তিনি। পাকিস্তান সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মোস্তাফিজকে।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়ানো দিল্লি।

মোস্তাফিজ মূলত দিল্লিতে মিচেল স্টার্কের ঘাটতি পূরণ করবেন। স্টার্ক আজ শুক্রবার নিশ্চিত করেছেন, আইপিএল-২০২৫ আসরের বাকি অংশ খেলতে তিনি আর ভারতে আসবেন না। অসি পেসার চলে যাওয়ায় পেস বোলিং ইউনিটে দিল্লির একমাত্র বিদেশি বোলার এখন মোস্তাফিজ। যে কারণে টাইগার পেসারকে এবার একটু বেশিই কদর করবে দিল্লি।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমেও দিল্লির হয়ে খেলেছেন মোস্তাফিজ। ওই দুই আসরে মোট ১০ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী এই তারকা।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।