বাংলাদেশ ‘এ’ দলের বড় সংগ্রহের পর কিউইদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২২ মে ২০২৫

ঢাকায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের টেস্টের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের দাপট দেখানোর আগে মধ্যাহ্নবিরতি পর্যন্ত শক্তি দেখিয়েছে বৃষ্টিও।

আজ বৃহস্পতিবার শেরে বাংলায় ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮৯.৫ ওভারে ৩৫৭ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের দল। এদিন ৩২.২ ওভার ব্যাট করে বাংলাদেশ নিজেদের স্কোরকার্ডে যোগ করে আরও ১৩২ রান।

এরপর শেষ সেশনে ২৯ ওভার ব্যাট করে ১ উইকেটে ১০৪ রান করে দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। বাংলাদেশ এখনো ২৫৩ রানে এগিয়ে।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত খেলা হয়েছে মাত্র ৩.৩ ওভার। ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা আমিত হাসান শেষ পর্যন্ত থামেন ১১০ বলে ৬৭ রানে। ১ রান নিয়ে দিনের খেলা শুরু করা মাহিদুল ইসলাম অংকন উইকেটে সেট হলেও বেশিক্ষণ টেকেননি। ৫৯ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটার।

মিডলঅর্ডারে বাংলাদেশকে বড় পুঁজি সংগ্রহের ক্ষেত্রে অমিতের সঙ্গে অবদান রেখেছেন সোহান। দলীয় ৩১৮ রানে অমিত আউট হলে দলকে এগিয়ে নেন তিনি। ছোট ছোট জুটি করে ৪০ বলে ব্যক্তিগত ৪৮ রান করে আউট হন সোহান।

নিউজিল্যান্ডের এক উইকেটের পতন ঘটান পেসার খালেদ আহমেদ। কিউইদের দলীয় ২৪ রানে আঘাত হানেন তিনি। ওপেনার রাউস মারিউকে উইকেটরক্ষক সোহানের ক্যাচ বানান খালেদ। এরপর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি করে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করছেন কার্টিস হেপি (৮৯ বলে ৪১) ও অধিনায়ক জো কার্টার (৬৬ বলে ৪৮)।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।