বিগ ব্যাশ লিগে আবারও দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৯ জুন ২০২৫

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও দল পেয়েছেন রিশাদ হোসেন। এবারও তাকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশ ড্রাফট ২০২৫ (রাউন্ড-২) থেকে ১৩ নম্বর পিক হিসেবে লেগস্পিনারকে দলে ভিড়িয়েছে দলটি।

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমেও (২০২৪-২০২৫) হোবার্টের স্কোয়াডে ছিলেন রিশাদ। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ততার কারণে ওই মৌসুমে খেলা হয়নি টাইগার লেগস্পিনারের।

তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৫-২০২৬ মৌসুমে হোবার্টের হয়ে খেলবেন রিশাদ।

আগামী ২১ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৫তম আসর। ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের। টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে ৮টি দল। লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিশাদের দল হোবার্ট।

সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছেন রিশাদ। এর আগে ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএল শিরোপা।

বাংলাদেশ থেকে বিগ ব্যাশ লিগে খেলেছেন কেবল সাকিব আল হাসান। ২০১৩-২০১৪ মৌসুমে অ্যাডিলেইড স্ট্রাইকার্স ও ২০১৪-২০১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।