টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০২ জুলাই ২০২৫

বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শুরুতেই চাপে পড়েছে তারা। দুই পেসার ক্রিস ওকস আর ব্রাইডন কার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই হাত খুলতে পারেনি ভারত।

অবশেষে ২৬ বল খেলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বলে বোল্ড হন ডানহাতি এই ওপেনার। জসশ্বী জয়সওয়ালকে নিয়ে ১৫ রানের উদ্বোধনী জুটিতে খরচ ৫২ বল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ৩০ রান। জয়সওয়াল ১৪ আর করুন নায়ার ১৩ রানে অপরাজিত আছেন।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।