নতুন বোলিং কোচ নিয়োগ দিলো সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৪ জুলাই ২০২৫

ভারতের সাবেক পেসার বরুন অরুনকে নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে খবরটি নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

চলতি বছরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরে গেছেন বরুন। জাতীয় দলের হয়ে ১৮টি ম্যাচ (৯টি করে টেস্ট এবং ওয়ানডে) খেলেছেন সাবেক এই পেসার। নিয়েছেন ২৯ উইকেট।

আইপিএলে ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত নয় মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বরুন। ৮.৯৩ ইকোনমিতে নিয়েছেন ৪৪ উইকেট।

২০২৪ আইপিএলে রানার্সআপ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ২০২৫ মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নেয় তারা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২৮৬ রানের মৌসুমসেরা সংগ্রহ গড়েছিল দলটি। কিন্তু বোলিংয়ে ভুগেছে ভীষণ।

গত দুই মৌসুমে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন বোলিং কোচ ছিলেন দলটির। ফ্রাঙ্কলিনের অধীনে প্রত্যাশিত উন্নতি না হওয়াতেই সম্ভবত স্বদেশি বরুনের দিকে ঝুঁকেছে হায়দরাবাদ।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।