টাইগার একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৬ জুলাই ২০২৫

সিরিজ নির্ধারণী লড়াই। কলম্বোয় অঘোষিত এই ফাইনালে টস হেরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে একাদশে এসেছেন অফস্পিনার শেখ মেহেদী এবং পেসার তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকসানা, জেফ্রে ভেন্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।