সন্ধ্যায় রাজধানীতে এসে পৌঁছালো পাকিস্তান ক্রিকেট দলের দ্বিতীয় বহর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১৬ জুলাই ২০২৫

অধিনায়ক আগা সালমান, হেড কোচ আর ম্যানেজারসহ ১৪ জনের বহর ঢাকায় এসে পৌঁছেছেন সকাল সাড়ে ৮টা নাগাদ। সেই বহরে ছিলেন ৭ ক্রিকেটার ও সমান সংখ্যক কোচিং আর সাপোর্টিং স্টাফ।

বুধবার সন্ধ্যা নাগাদ রাজধানীতে এসে পা রেখেছেন পাকিস্তানের অবশিষ্ট ক্রিকেটার ও অফিসিয়ালসরা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে ওপেনার মোহাম্মদ হারিস, আব্বাসসহ পাকিস্তান ক্রিকেট দলের ১৩ জনের দ্বিতীয় ও শেষ বহর।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত পাকিস্তান ক্রিকট দলের সদস্যরা বিমান বন্দরের অন্য আনুষ্ঠানিকতা শেষে সরাসরি টিম হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিকের পথে যাত্রা করে।

আজ ২ ভাগে ভাগ হয়ে ঢাকায় পা রাখা পাকিস্তান ক্রিকেটাররা আগামীকাল বৃহস্পতিবার বিশ্রামে কাটাবেন। ২০ জুলাই সন্ধ্যায় শেরে বাংলায় বাংলাদেশ জাতীয় দলের সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে ১৮ জুলাই শুক্রবার শেরে বাংলায় অনুশীলন করবে আগা সালমানের দল।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।