০ রানে ২ উইকেট হারানোর পর গিল-রাহুলের ব্যাটে প্রতিরোধ ভারতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৭ জুলাই ২০২৫

ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ভারতের রান ৩৫৮। আর ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে গড়েছে ৬৬৯ রানের বিশাল স্কোর। অর্থাৎ এই ইনিংসে ইংলিশরা লিড পেয়েছে ৩১১ রানের। সুস্পষ্টতই ভারতের সামনে বড় লিড এটি। যে কারণে তাদের চাপে থাকাও স্বাগতিক।

চাপের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৪ বলে ০) ও তিনে নামা সাই সুদর্শন (১ বলে ০)।

এরপর শুবমান গিল ও রাহুলের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে ভারত। ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি করে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন গিল ও রাহুল। যা দিনশেষে ভারতেরও দলীয় স্কোর। এখনো ১৩৭ রানে পিছিয়ে সফরকারীরা।

৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এরপর মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ আগে ৬৬৯ রানে অলআউট হয় তারা।ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুট ১৫০, বেন স্টোকস ১৪১, বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রাউলি ৮৪, ওলি পোপ ৭১ ও ব্রাইডন কার্স ৪৭ রান করেন।

৩১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দলীয় স্কোরকার্ড চালু হওয়ার আগেই ২ উইকেট হারায় ভারত। কিছুক্ষণ পরই মধ্যাহ্নবিরতির সময় হয়। বিরতি থেকে ফিরেই ১৭৪ রানের জুটি করে ভারতীয় দলের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন গিল ও রাহুল।

দিন শেষে রাহুল ৮৭ রানে আর অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত আছেন। অর্থাৎ ২ উইকেটে ১৭৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে ভারত। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন ক্রিস ওকস।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।