কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে হারিয়ে সংগঠনের সর্বোচ্চ পদের অধিকারী হয়েছেন জাতীয় দলের বর্তমান এই ক্রিকেটার।

প্রায় এক যুগ পর কোয়াবের নতুন কমিটি হলো। মিঠুন নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পাশাপাশি নির্বাচনে বিজয়ী হয়েছেন আরও ১০ ক্রিকেটার।

এদিন মোট ১১টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে সভাপতি বাদে ১০টি পদেই প্রার্থী হয়েছেন মাত্র ১ জন করে। যে কারণে এসব পদের প্রার্থীরা আপনিআপনি নির্বাচিত হয়ে গেছেন।

জানা গেছে, ২১৫ ভোটের মধ্যে সভাপতি পদে মিঠুন ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সেলিম শাহেদের প্রাপ্ত ভোট ৩৪টি।

যেহেতু নতুন সংবিধান ও গঠনতন্ত্রে সাধারণ সম্পাদক পদ নেই, তাই কারো সাধারণ সম্পাদক হওয়ার প্রশ্নও আসে না।

জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর সহ-সভাপতি হয়েছেন বর্তমান প্রজন্মের ক্রিকেটার নুরুল হাসান সোহান।

এছাড়া নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস ও রুমানা আহমেদও নতুন কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এআরবি/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।